
About Course
বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল পাইথন।
পাইথন হলো একটি হাই-লেভেল, ইন্টারপ্রিটেড, ইন্টারেক্টিভ ও অবজেক্ট-অরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ওপেনসোর্স। পাইথনে লেখা স্ক্রিপ্ট বা সফটওয়্যার আমরা বিনা বাধায় ডিস্ট্রিবিউট করতে পারি, এমনকি বাণিজ্যিকভাবে বাজারজাতও করতে পারি। এই উদারতা পাইথনকে করেছে অনন্য। পাইথন জেনারেল-পার্পাজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় এ রকম প্রায় সবকিছুই পাইথন ব্যবহার করে করা যায়। আর সঠিক লাইব্রেরি বা টুল ব্যবহারের মাধ্যমে কাজটা অনেক সহজেই হয়ে যায়। পেশাগত দিক থেকে পাইথনকে ওয়েব প্রোগ্রামিং, গুই প্রোগ্রামিং, নেটওয়ার্ক প্রোগ্রামিং, সিস্টেম প্রোগ্রামিং, বিগ ডেটা, ডেটা মাইনিং, ডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সায়েন্টিফিক কম্পিউটিং মোটামুটি সব সেক্টরেই ব্যবহার করা হচ্ছে। এবং দিন দিন এর চাহিদা বেড়েই চলছে।
টেকনোলজি প্রতিষ্ঠানগুলোতে পাইথন ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর প্রতিটি তালিকায় একে দেখতে পাবেন।
আপনি যদি প্রফেশনাল প্রোগ্রামার নাও হয়ে থাকেন, যেকোনো ফিল্ডে পাইথন দিয়ে খুব কম সময়ে চমৎকারভাবে ডেটা অ্যানালিসিস করতে সক্ষম হবেন। এ স্কিল আপনাকে অন্যদের চাইতে আলাদা করে তুলে ধরবে।
- পাইথনের সুবিধা –
পাইথন কোড লেখা, বোঝা ও শেখা সহজ।
পাইথন ল্যাঙ্গুয়েজের নিয়মগুলো সহজ বলে ডেভেলপমেন্টে কম সময় লাগে।
কোড লেখার সময় কোনো ভুল হলে তা নির্ণয় করা বা ডিবাগিং তুলনামূলকভাবে সহজ।
দরকারি ফাংশনগুলোর জন্য পাইথনের বিশাল লাইব্রেরি সাপোর্ট রয়েছে।
একবার কোড লিখে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কোড চালাতে পারবেন।
ভ্যারিয়েবল বা ডেটা টাইপ নিয়ে আপনাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না।
পাইথন ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হবার কারণে যেকোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যেকোনোভাবে আপনি একে ব্যবহার করতে পারেন। - পাইথন দিয়ে যা যা করতে পারবেন :
পাইথন দিয়ে মোবাইল অ্যাপ, মোবাইল গেম, কম্পিউটার সফটওয়্যার, ওয়েব সাইট,সাইবার সিকিউরিটি,ডাটাবেজ অ্যাপ্লিকেশন,ওয়েব অ্যাপ সহ আরও অনেক কিছু বানানো যায়। আপনি পাইথন দিয়ে ডাটা সাইন্স, মেশিন লার্নিং সহ আরও অনেক কিছু করতে পারবেন। পাইথনের অনেক লাইব্রেরী ও ডিপেনডেনসি আছে। পাইথন ফুল অবজেক্ত ওরিয়েন্টড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। প্রোগ্রামিং ব্যবহার করে নিজস্ব জ্ঞান দ্বারাই জটিল জটিল সমস্যার সমাধান করতে পারবেন।পাইথনে ক্লাস, মেথড, ইনহেরিটেন্স, অবজেক্ত লাইফ সাইকেল সবই খুব সুন্দর ভাবে বুঝা যায়।
Course Content
Web Introduction
-
Web Introduction
05:06 -
Codex Devware Website Overview
07:19