আসসালামু-আলাইকুম সবাইকে আজকে শেয়ার করব জাভাস্ক্রিপ্ট এর ইতিহাস এবং কি কেন কিভাবে.? বিষয়টি হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? জাভাস্ক্রিপ্ট কে ওয়েব এর মাতৃভাষা বলা হয়। ওয়েব নির্ভর সময়ের এই প্রোগ্রামিং ভাষা দিয়ে দারুণ সব কাজ করা যায়। তাই আমরা আজকে জানব জাভাস্ক্রিপ্ট কি এবং তার ইতিহাস।
-𝑊ℎ𝑎𝑡 𝑖𝑠 𝐽𝑎𝑣𝑎𝑆𝑐𝑟𝑖𝑝𝑡.?
যদি খুব সহজে বলি তাহলে জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। সেই সাথে জাভাস্ক্রিপ্ট একটি ওবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এতে আছে ডেটা টাইপ, অপারেটর, গুরুত্বপূর্ণ কিছু অবজেক্ট আর ফাংশন বা মেথড। ওয়েব জগতে কাজ করে গলে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে।
যদি প্রশ্ন করেন জাভাস্ক্রিপ্ট কি কাজে লাগে?
-তাহলে আমি বলবো JavaScript is Everywhere!!!
-𝐻𝑖𝑠𝑡𝑜𝑟𝑦 𝑂𝑓 𝐽𝑎𝑣𝑎𝑆𝑐𝑟𝑖𝑝𝑡.?
Brendon Erich নামক এক যুকব সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এট আর্বানা শ্যাম্পেইন থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেনে। তারপর তার কর্মজীবন শুরু করেন সিলিকন গ্রাফিক্সের মাধ্যমে। পরবতীর্তে তিনি ৭ বছর অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্ক কোড নিয়ে কাজ করেন। সেই সাথে মাইক্রোইউনিটিতে তিনি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ও মাইক্রো কার্নেল নিয়ে কাজ করেন। এরপর ১৯৯৫ সালে Brenden Netscape কমিউনিকেশন কর্পোরেশনে তার কর্মজীবন শুরু করেন। নেটস্কেপ তখন প্রথম ব্রাউজার বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল। মাইক্রোসফটের সাথে ব্রাউজার যুদ্ধটা তখনো শুরু হয়নি। কথা ছিল ব্রেন্ডান নেটস্কেপ ন্যাভিগেটরের জন্য স্কিম নামক প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করবেন।
কিন্তু পরবর্তীতে নেটস্কোপ ব্রেন্ডানকে সম্পূর্ণ একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করার দায়িত্ব দেয়া হয়। তারপর বেশ কিছুদিন কাজ করে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষায় তৈরি করা হয়। যা নেটস্কেপ ন্যাভিগেটর ২.০ বেটা নামক ওয়েব ব্রাউজারে সংযোজন করা হয়। তবে প্রথম তৈরি করা জাভাস্ক্রিপ্টের নাম রাখা হয়েছিলো মোচা। ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে মোচার নাম পরিবর্তন করে রাখা হয় লাইভস্ক্রিপ্ট। লাইভস্ক্রিপ্টের মাত্র কয়েকদিন পরই নাম বদল করে রাখা হয় জাভাস্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্ট নাম রাখার কারণটা বানিজ্যিক। সেই সময় জাভা প্রোগ্রামিং ভাষায় অনেক জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই জাভাস্ক্রিপ্ট নামকরন করা হয়। যারা প্রোগ্রামিং ভাষায় সাথে পরিচয় নেই। শুরুতে শুনলে মনে করেন জাভাস্ক্রিপ্ট ও জাভা একই জিনিস। কিন্তু দুইটি সম্পূর্ণ ভিন্ন প্রোগ্রামিং ভাষা।
জাভাস্ক্রিপ্ট নাম রাখার কারণটা । সেই সময় জাভা প্রোগ্রামিং ভাষায় অনেক জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই জাভাস্ক্রিপ্ট নামকরন করা হয়। যারা প্রোগ্রামিং ভাষায় সাথে পরিচয় নেই। শুরুতে শুনলে মনে করেন জাভাস্ক্রিপ্ট ও জাভা একই জিনিস। কিন্তু দুইটি সম্পূর্ণ ভিন্ন প্রোগ্রামিং ভাষা।
কিছুদিন পরেই মাইক্রোসফট এই প্রোগ্রামিং ভাষার সাথে প্রায় মিলে যায় এরকম একটি ল্যাংগুয়েজ JScript নাম দিয়ে প্রায় ৩ মাস পর ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে বাজারে নিয়ে আসে। এদিকে নেটস্কেপ 𝙴𝙲𝙼𝙰 𝙸𝚗𝚝𝚎𝚛𝚗𝚊𝚝𝚒𝚘𝚗𝚊𝚕 (স্ট্যান্ডার্ড নির্ধারণ করে এরকম একটি ইউরোপীয়ান সংস্থা) এর কাছে ল্যাংগুয়েজটি উপস্থাপন করে। যার ফলাফল ১৯৯৭ সালে ECMAScript এর প্রথম সংস্করণ হিসেবে বাজারে আসে।
১৯৯৯ সালে এই স্ট্যান্ডার্ডটি আরো উন্নত হয় ECMAScript সংস্করণ ৩ হিসেবে – আর সেই থেকে ভাষাটির তেমন কোন বড় পরিবর্তন হয়নি। চতুর্থ সংস্করণটি ভেস্তে যায়, ভাষাটির জটিলতা নিয়ে মতবিরোধের ফলাফল হিসেবে।
তবে এই চতুর্থ সংস্করণের অনেক অংশবিশেষ কে ভিত্তি হিসেবে ধরে ২০০৯ সালে নতুন ECMAScript এর পঞ্চম সংস্করণ প্রকাশ করা হয়। এরপর পিছনে তাকাতে হয়নি জাভাস্ক্রিপ্টকে। ২০১৫ সালে যষ্ঠ সংস্করণ উম্মোচন হয়। তারপর প্রায় প্রতি বছরই নানা আপডেট আসে এই ভাষাটিতে।
২০২১ সালের জুলাই মাসে ECMAScript 2022 সংস্করণ উন্মোচন হয়। তবে স্ট্যাবল সংস্করণ হয়েছে রয়েছে ECMAScript 2021।
জাভাস্ক্রিপ্টের অসংখ্য লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলো ওয়েবপেইজ নির্মাণ, অ্যাপ্লিকেশন নির্মাণসহ আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে কতগুলো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক বেশ জনপ্রিয় আঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস,রিঅ্যাক্ট নেটিভ, ভিউ জেএস এবং নোড জেএস ইত্যাদি।
-Stack Overflow এর জরিপ অনুযায়ী বিশ্বের জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম! কারন এটা ওয়েব এর প্রান এবং একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ।
দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার সব জায়গায়। বড় বড় ওয়েবসাইট গুলো তে ৬০% থেকে ৭০% কোড ই থাকে জাভাস্ক্রিপ্ট এর। আপনি যদি ব্রাউজার এর জাভাস্ক্রিপ্ট Disable করে ওয়েব ব্রাউজ করতে জান, দেখবেন বেশিরভাগ সাইট ঠিক মত কাজ করছে না।
-এখনই চেষ্টা করে দেখুন, জাভাস্ক্রিপ্ট Disabled করে ফেইসবুকে ঢোকার চেষ্টা করুন, দেখবেন ফেইসবুক বলবে “JavaScript Required” অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি ফেইসবুক ব্যাবহার করতে পারবেন না।
এছাড়া আপনি যদি জাভাস্ক্রিপ্ট এর উপর বস হতে পারেন তাহলে আপনি ওয়েব এন্ড অ্যাপ দুই সেক্টরে রাজত্ব করতে পারবেন।
যেমন : ওয়েব এর জন্য রয়েছে React JS, Node JS, Express JS এগুলো দিয়ে একটা ওয়েবসাইটের Front End & Backend দুইটাই একসাথে ডেভেলপ করা সম্ভব। এছাড়া আপনি যদি অ্যাপ সেক্টরে আসতে চান জাভাস্ক্রিপ্ট এর হাত ধরে সেহেতু React Native আপনার জন্য এক্সট্রা একটা প্লাস পয়েন্ট। কারণ বর্তমানে দিন দিন React Native এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেমন : আমরা যে বর্তমান ফেইসবুক চালাই এটাই React Native দিয়ে বানানো এর বাইরে বিশ্বের বিভিন্ন নামি-দামি কোম্পানির Official অ্যাপস গুলো React Native Based… So, আপনি জাভাস্ক্রিপ্ট এর উপর বস হতে পারলে এই যুগে আপনার চাহিদা বা Demand সবার উপরে থাকবে।
যদি আপনি ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট কে বেছে নেন তাহলে আপনার কোনদিন কাজের অভাব হবে না।
জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের এভারেজ বেতন 95,981 ডলার , যা বাংলা টাকায় অনেক বেশি!
এছাড়া ও আপনি যদি কোন ফার্ম এ জব না করতে চান, আপনার জন্য রয়েছে অনলাইন মার্কেটপ্লেস।
অনলাইন মার্কেটপ্লেস গুলো তে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের চাহিদা সব থেকে বেশি।
মার্কেটপ্লেস গুলো তে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। এখানে আপনি পাবেন স্বাধীন ভাবে কাজ করার সুবিধা।
মার্কেট থেকে ক্লাইন্ট এর মাধ্যমে কাজ নিবেন এবং কাজ শেষে জমা দিয়ে আপনি আপনার কাজের পারিশ্রমিক পাবেন। খুবই সিম্পল।
–𝙷𝚘𝚠 𝚃𝚘 𝚆𝚎 𝚕𝚎𝚊𝚛𝚗 𝙹𝚂.?
যদি সত্যিই আপনি মন থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাহলে আপনাকে কেও আটকাতে পারবে না! অনলাইন এ হাজার হাজার রিসোর্স পাবেন জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। এছাড়া ইউটিউব গুগল তো আছেই।
This Blog Edited By Sourov Dey
-ধন্যবাদ সবাইকে।